প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খন্ডের খুঁটি লোকসভা কেন্দ্রের গুমলা ব্লকের মহিলা বিকাশ মন্ডলের বার্ষিক সাধারণ সম্মেলনে ১৫ হাজারের কাছাকাছি মহিলা অংশ নেওয়ায় প্রশংসা করেছেন। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা এক ট্যুইটে এই কনভেনশনে ৯৪৪টি মহিলা মন্ডলের অংশগ্রহণের কথা জানান। এই ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“অত্যন্ত প্রশংসনীয় প্রচেষ্টা। মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ তাঁদের সশক্তিকরণ ও উন্নয়নের পরিচায়ক।”
बहुत प्रशंसनीय प्रयास। महिलाओं की बढ़ती भागीदारी उनके सशक्तिकरण और विकास का द्योतक है। https://t.co/BuBC5PLMO2
— Narendra Modi (@narendramodi) February 26, 2023