লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্যোগে ‘সুপোষিত মা’ কর্মসূচির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কোটার রামগঞ্জমান্ডি এলাকায় ‘সুপোষিত মা অভিযান’-এর উদ্বোধন করেন শ্রী ওম বিড়লা। এই উদ্যোগের লক্ষ্যই হল প্রত্যেক মা ও শিশুকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা।
লোকসভার অধ্যক্ষের এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন :
“লোকসভার মাননীয় অধ্যক্ষের পক্ষ থেকে এটা এক দৃষ্টান্তমূলক উদ্যোগ। মা ও শিশুর স্বাস্থ্য পারিবারিক সমৃদ্ধির সঙ্গে যুক্ত এবং তা সশক্ত সমাজ গড়ে তোলার অন্যতম ভিত।”
माननीय लोकसभा अध्यक्ष जी की ओर से एक प्रेरक पहल! स्वस्थ मां और शिशु के साथ ही इसमें पूरे परिवार की समृद्धि निहित है और यही तो एक सशक्त समाज की आधारशिला है। https://t.co/9IC0Sq26Q8
— Narendra Modi (@narendramodi) February 21, 2023