প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের ঝাঁসিতে জল সংরক্ষণের উদ্যোগে সকলের অংশগ্রহণের প্রশংসা করেছেন। এর ফলে ঐ অঞ্চলের ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই মহতী উদ্যোগের সঙ্গে যাঁরা যুক্ত, শ্রী মোদী তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন।
ঝাঁসির সাংসদ এক্স পোস্টে জানিয়েছেন, ঐ অঞ্চলের বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন নদীর প্রাণসঞ্চার কিভাবে হয়েছে এবং তাঁর লোকসভা কেন্দ্রে বিভিন্ন স্থানে অমৃত সরোবর খনন করা হচ্ছে। এই পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :
“উত্তরপ্রদেশের ঝাঁসিতে জল সংরক্ষণ এবং ভূগর্ভস্ত জলস্তর বৃদ্ধির জন্য সকলের অংশগ্রহণের উদ্যোগটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এই উদ্যোগ সারা দেশকে পথ দেখাবে। এই মহতী উদ্যোগের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানাই।”
उत्तर प्रदेश के झांसी में जल संरक्षण और भूजल स्तर को बढ़ाने के लिए जनभागीदारी से हो रहे इन प्रयासों के परिणाम बेहद उत्साहवर्धक होने के साथ ही देशभर के लिए एक मिसाल हैं। इस नेक कार्य से जुड़े हर किसी को मेरी बहुत-बहुत बधाई! https://t.co/sJobCxLMda
— Narendra Modi (@narendramodi) September 5, 2023