প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জব্বলপুর প্রাচীন সংগ্রাম সাগর-এর পুনরুজ্জীবনে মানুষের প্রয়াসের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জব্বলপুরের প্রাচীন সংগ্রাম সাগর-এর পুনরুজ্জীবনে মানুষের শ্রমদান অত্যন্ত অভিনন্দনযোগ্য। শ্রী মোদী জব্বলপুরের সাংসদ শ্রী রাকেশ সিং-এর ট্যুইটের জবাব দিচ্ছিলেন যেখানে সাংসদ শ্রী সিং জানিয়েছেন যে তিনি জনপ্রতিনিধি, জব্বলপুরের কালেক্টর এবং মিউনিসিপাল কমিশনারকে নিয়ে সংগ্রাম সাগর পরিদর্শন করেছেন আশপাশের এলাকাটির সৌন্দর্যায়নের জন্য।
প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন :
“জব্বলপুরের প্রাচীন সংগ্রাম সাগর-এর পুনরুজ্জীবনে মানুষের শ্রমদান অত্যন্ত প্রশংসনীয়।”
जबलपुर के प्राचीन संग्राम सागर के पुनरोद्धार के लिए लोगों के श्रमदान का यह प्रयास बहुत ही प्रशंसनीय है। https://t.co/2CFClo3ERZ
— Narendra Modi (@narendramodi) April 24, 2023