কয়লা মন্ত্রক ট্যুইট করে ভারতের কয়লা উৎপাদন বৃদ্ধির কথা জানিয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে ৭২৮.৭৮ মেট্রিক টনের তুলনায় ২০২২-২৩ অর্থ বছরে উৎপাদন বেড়ে হয়েছে ৮৯৩.০৮ মেট্রিক টন। উৎপাদন বৃদ্ধির হার প্রায় ২৩ শতাংশ।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে জবাব দিয়েছেন :
“এই ক্ষেত্রের জন্য এবং ভারতের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্যও খুব ভালো খবর।”
Very good news for the sector and also for India’s overall economic progress. https://t.co/mGKRPYfGAT
— Narendra Modi (@narendramodi) May 3, 2023