প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরে চিকিৎসা শিক্ষায় নতুন যুগের সূচনা হওয়ায় প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী ২০টি জেলা সরকারি হাসপাতালে ২৬৫টি ডিএনবি স্নাতকোত্তর মেডিকেল আসন মঞ্জুর করার সরকারি সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের যুবক-যুবতীদের সক্ষম করে তুলতে এবং চিকিৎসা পরিকাঠামোর আরো উন্নয়নের জন্য এই পদক্ষেপ বিশেষ গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী মনসুখ মান্ডব্য-এর ট্যুইট শেয়ার করে প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন;
“এটি জম্মু-কাশ্মীরের যুবক-যুবতীদের সক্ষম করে তুলতে ও সেখানকার চিকিৎসা পরিকাঠামো আরো মজবুত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ!”
This is an important effort aimed at empowering the youth and furthering medical infrastructure in Jammu and Kashmir! https://t.co/kPJY1PgAh4
— Narendra Modi (@narendramodi) November 8, 2022