প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবল (জিডি) পদের পরীক্ষা ১৩টি আঞ্চলিক ভাষায় নেওয়ার সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রকের ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন :
“যুগান্তকারী এই সিদ্ধান্তে তরুণ সম্প্রদায়ের আকাঙ্ক্ষা নতুন ডানা মেলবে। আমাদের নানাবিধ প্রয়াসের অন্যতম একটি দিক হল কারোর স্বপ্ন পূরণের ক্ষেত্রে ভাষা যেন কোনভাবে প্রতিবন্ধক না হয়ে দাঁড়ায় তা নিশ্চিত করা।”
A pathbreaking decision, which will give wings to the aspirations of our youth! This is a part of our various efforts to ensure language is not seen as a barrier in fulfilling one’s dreams. https://t.co/rixlkUgMY7
— Narendra Modi (@narendramodi) April 15, 2023