প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে ভারতীয় বিমানবাহিনীর দেশে প্রথম ঐতিহ্য কেন্দ্রের প্রশংসা।
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন :
“এটা একটা প্রশংসনীয় প্রয়াস। এর মধ্য দিয়ে ভারতীয় বিমানবাহিনীর সমৃদ্ধ অবদানকে আরও বেশি তুলে ধরা সম্ভব হয়েছে।”
This is a commendable effort, which will further highlight the rich contribution of our Air Force to our nation. https://t.co/yGX17zTgGW
— Narendra Modi (@narendramodi) May 8, 2023