২০২৩-এর এপ্রিলে এ পর্যন্ত সর্ববৃহৎ ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা জিএসটি-বাবদ সংগ্রহ হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একে ভারতীয় অর্থনীতির জন্য এক দারুণ খবর বলে আখ্যা দিয়েছন।
অর্থ মন্ত্রকের এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন :
“ভারতীয় অর্থনীতির জন্য দারুণ খবর। নিম্ন কর হার সত্ত্বেও বর্ধিত কর সংগ্রহ প্রমাণ করে জিএসটি কিভাবে সমন্বয় ও মান্যতা বৃদ্ধির সাফল্য দেখিয়েছে।”
Great news for the Indian economy! Rising tax collection despite lower tax rates shows the success of how GST has increased integration and compliance. https://t.co/xf1nfN9hrG
— Narendra Modi (@narendramodi) May 1, 2023