প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫-১৮ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে ৫০ শতাংশের বেশি টিকার প্রথম ডোজ নেওয়ায় তার প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডাঃ মানসুখ মান্ডভিয়ার এক ট্যুইট বার্তার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, “তরুণ ও তারুণ্যে ভরপুর ভারত পথ দেখাচ্ছে!
এটি যথেষ্ট উৎসাহব্যঞ্জক তথ্য। আমাদের এই ধারা বজায় রাখতে হবে।
টিকা নেওয়া এবং কোভিড-১৯ সংক্রান্ত বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই একযোগে এই মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো”।
Young and youthful India showing the way!
— Narendra Modi (@narendramodi) January 19, 2022
This is encouraging news. Let us keep the momentum.
It is important to vaccinate and observe all COVID-19 related protocols. Together, we will fight this pandemic. https://t.co/RVRri5rFyd