প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিন্দি ও ইংরেজি ছাড়া আরও ১৩টি আঞ্চলিক ভাষায় সরকারি চাকরির জন্য স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফ পরীক্ষার আয়োজন করায় প্রশংসা করেছেন। এ থেকে প্রমাণিত হয় যে, ভাষাজনিত সমস্যা পেরিয়ে দেশের সকল প্রান্তের যুবকরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
এক ট্যুইটে শ্রী মোদী বলেন, “আঞ্চলিক ভাষাকে আরও গুরুত্ব দিতে এবং দেশের যুবক-যুবতীদের স্বপ্ন পূরণ করার জন্য বৃহত্তর সুযোগ করে দিতে আমাদের চেষ্টা চলছে পূর্ণোদ্যমে”।
Our emphasis towards regional languages and giving our youth a wider canvas to fulfil their dreams continues with full vigour. https://t.co/Bq69IFUFwW
— Narendra Modi (@narendramodi) April 19, 2023