প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ চন্ডীগড়ের এক খাবারের দোকান মালিকের প্রশংসা করেছেন। এই খাবার দোকানের মালিক কোভিড-১৯ এর বিরুদ্ধে জনসাধারণকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে অভিনব উদ্যোগ নিয়েছেন। ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর কন্যা ও ভাইঝির অনুরোধের প্রেক্ষিতে খাবারের ঐ দোকান মালিক সঞ্জয় রানা সেই সমস্ত ব্যক্তিদের বিনামূল্যে ছোলা বাটোরা খাইয়েছেন, যাঁরা কোভিড টিকা নিয়েছেন।
#चंडीगढ़ के संजय राणा जी की प्रेरणादायक और नेक कहानी
— PIB in Chandigarh (@PIBChandigarh) July 25, 2021
संजय राणा जी के छोले-भटूरे मुफ़्त में खाने के लिए आपको दिखाना पड़ेगा कि आपने उसी दिन vaccine लगवाई है | Vaccine का message दिखाते ही वे आपको स्वादिष्ट छोले–भटूरे दे देंगे
- पीएम श्री @narendramodi#MannKiBaat @vpsbadnore pic.twitter.com/r5QGypN8ao
দোকান মালিক সঞ্জয় রানা চন্ডীগড়ের সেক্টর-২৯ এ সাইকেল করে সেই সমস্ত ব্যক্তি, যাঁরা টিকা নিয়েছেন সেদিনই তাঁদের বিনামূল্যে ছোলা বাটোরা খাইয়েছেন, বলে প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এ জানান। শ্রী মোদী দোকান মালিক শ্রী রানার এই অভিনব চেষ্টার প্রশংসা করেছে বলেছেন, সমাজিক কল্যাণ, সেবার মানসিকতা ও কর্তব্যবোধ টাকার চেয়েও বেশি জরুরি।