প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেড় লক্ষ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র নতুন ভারতের শক্তি বৃদ্ধি করবে। তিনি বলেন, ভারতের সমৃদ্ধি সুস্বাস্থ্যের অধিকারী নাগরিকদের মধ্যেই নিহিত রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়ার এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “সুস্বাস্থ্যের অধিকারী নাগরিকের মধ্যেই ভারতে সমৃদ্ধি নিহিত রয়েছে। এই লক্ষ্য পূরণে রেকর্ড সংখ্যক স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র উল্লেখযোগ্য ভূমিকা নেবে। নতুন ভারতের শক্তি বৃদ্ধিতে এর অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
स्वस्थ नागरिकों में ही भारतवर्ष की समृद्धि निहित है। इस दिशा में रिकॉर्ड संख्या में बने ये हेल्थ एंड वेलनेस सेंटर्स बड़ी भूमिका निभाएंगे। यह उपलब्धि न्यू इंडिया में एक नई ऊर्जा भरने वाली है। https://t.co/OfBsRIorsR
— Narendra Modi (@narendramodi) December 29, 2022