প্রধানমন্ত্রী সমস্ত আধিকারিকদের একনিষ্ঠভাবে কাজের পরামর্শ দিয়েছেন, যার মাধ্যমে সামাজিক ন্যায় নিশ্চিত হবে এবং বৈষম্য দূর হবে
পরিষেবা প্রদানের সময় আপনি স্পীড ব্রেকারের ভূমিকা নেবেন, নাকি সুপারফাস্ট হাইওয়ের ভূমিকা অবলম্বন করবেন, সেটি নির্ধারণ করতে হবে আপনাদেরই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী উন্নয়নের জন্য আধিকারিকদের অনুঘটকের ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন, তাঁরা যখন স্বচক্ষে পরিবর্তন প্রত্যক্ষ করবেন, তখন নিজেরাই তৃপ্ত হবেন বলে তাঁর অভিমত
প্রধানমন্ত্রী বলেছেন, দেশকে অগ্রাধিকার দেওয়াই জীবনের লক্ষ্য হওয়া উচিৎ, তিনি সকল আধিকারিককে তাঁর সঙ্গে এই উদ্দেশ্য সাধনে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন
সহ-সচিব কর্মসূচির মূল উদ্দেশ্য হ’ল প্রশাসনিক ব্যবস্থাপনায় ওপর থেকে নীচ পর্যন্ত সবধরনের অভিজ্ঞতা তরুণ আধিকারিকদের সঙ্গে ভাগ করে নেওয়া

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ২০২২ ব্যাচের প্রশিক্ষণরত ১৮১ জন আইএএস আধিকারিকের সঙ্গে মতবিনিময় করেছেন। এই আধিকারিকরা নতুন দিল্লির সুষমা স্বরাজ ভবনে প্রশিক্ষণ নিয়েছেন। এরা বিভিন মন্ত্রক ও দপ্তরে সহ-সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। 
মতবিনিময়ের সময় প্রশিক্ষণকালে তাঁরা যেসব অভিজ্ঞতার সম্মুখীন হন, সে বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। প্রধানমন্ত্রী ২০২২ সালে ‘আরম্ভ’ কর্মসূচির সময় এই আধিকারিকদের সঙ্গে তাঁর মতবিনিময়ের অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি বলেন, সহ-সচিব কর্মসূচির মূল উদ্দেশ্য হ’ল প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর থেকে নীচ পর্যন্ত সবধরনের অভিজ্ঞতা তরুণ আধিকারিকদের সঙ্গে ভাগ করে নেওয়া।

শ্রী মোদী বলেন, নতুন ভারত ঢিলেঢালা মনোভাবের পক্ষে নয়, এই ভারত সক্রিয় অংশগ্রহণের পক্ষে। আধিকারিকরা যাতে উন্নত প্রশাসন এবং নাগরিকদের জন্য উন্নতমানের জীবনযাপনের ব্যবস্থা করতে পারে, তা নিশ্চিত করতে তাঁদের সক্রিয় হতে হবে। লাখপতি দিদি, ড্রোন দিদি, পিএম আবাস যোজনার মতো বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পগুলির সুফল যাতে সকলের কাছে পৌঁছয়, আধিকারিকদের সেটিও নিশ্চিত করতে হবে। তিনি আধিকারিকদের একনিষ্ঠভাবে কাজের পরামর্শ দিয়েছেন, যার মাধ্যমে সামাজিক ন্যায়ের সুফল সকলের কাছে পৌঁছবে এবং বৈষম্য দূর হবে। পরিষেবা প্রদানের সময় তাঁরা স্পীড ব্রেকারের ভূমিকা নেবেন, নাকি সুপারফাস্ট হাইওয়ের ভূমিকা অবলম্বন করবেন, সেটি নির্ধারণ করতে হবে তাঁদেরই। উন্নয়নের জন্য আধিকারিকদের অনুঘটকের ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁরা যখন স্বচক্ষে পরিবর্তনগুলি প্রত্যক্ষ করবেন, তখন নিজেরাই তৃপ্ত হবেন বলে তাঁর অভিমত। প্রধানমন্ত্রী বলেন, দেশকে অগ্রাধিকার দেওয়াই জীবনের লক্ষ্য হওয়া উচিৎ, তিনি সকল আধিকারিককে তাঁর সঙ্গে এই উদ্দেশ্য সাধনে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন। আইএএস পরীক্ষায় সফল হওয়ার পর যে প্রশংসা তাঁরা পেয়েছেন, তা এখন অতীত। বর্তমানে তাঁদের ভবিষ্যতের কথা ভেবে এগিয়ে যেতে হবে। 

মতবিনিময় অনুষ্ঠানে কর্মীবর্গ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং, প্রধানমন্ত্রীর প্রধান সচিব শ্রী পি কে মিশ্র, ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের সচিব শ্রী এ কে ভাল্লা ছাড়াও উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Income inequality declining with support from Govt initiatives: Report

Media Coverage

Income inequality declining with support from Govt initiatives: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chairman and CEO of Microsoft, Satya Nadella meets Prime Minister, Shri Narendra Modi
January 06, 2025

Chairman and CEO of Microsoft, Satya Nadella met with Prime Minister, Shri Narendra Modi in New Delhi.

Shri Modi expressed his happiness to know about Microsoft's ambitious expansion and investment plans in India. Both have discussed various aspects of tech, innovation and AI in the meeting.

Responding to the X post of Satya Nadella about the meeting, Shri Modi said;

“It was indeed a delight to meet you, @satyanadella! Glad to know about Microsoft's ambitious expansion and investment plans in India. It was also wonderful discussing various aspects of tech, innovation and AI in our meeting.”