এক চমকপ্রদ ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শিক্ষা মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বাবা-মা’রাও যোগ দেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনায় যোগ দেয়। ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতাকে আরও নিবিড় করে তুলতে অ-হিন্দীভাষী এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী সেই অঞ্চলের ভাষার কিছু শব্দ ব্যবহার করেন।
প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের ইতিবাচক মানসিকতার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সংকটের এই সময়ে আমাদের দেশের ছাত্রছাত্রীরা যেভাবে এটিকে তাদের শক্তিতে পরিণত করেছে তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে, আর এটিই ভারতের শক্তি। প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের আত্মপ্রত্যয়ের প্রশংসা করেছেন।
শ্রী মোদী বলেছেন, ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনের প্রতিটি স্তরে যা কাজে লাগবে। তিনি দলগতভাবে কাজ করা বা টিম স্পিরিটের উদাহরণ দিয়েছেন যা আমরা স্কুল ও কলেজ জীবনে পেয়ে থাকি। করোনার এই সময়কালে আমরা নতুন নতুন অনেক বিষয়ে শিক্ষা পেয়েছি। আর দেখেছি সংকটের এই কঠিন সময়ে আমাদের দেশের দলগতভাবে কাজ করার শক্তি কতটা।
প্রধানমন্ত্রী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রছাত্রীদের পরিবেশ নিয়ে কিছু করার আহ্বান জানিয়েছেন। একইভাবে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে তারা যাতে তাদের পরিবারের সঙ্গে যোগাভ্যাস করে তিনি সেই পরামর্শও দিয়েছেন। শ্রী মোদী ছাত্রছাত্রীদের তাদের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের টিকাকরণে নিবন্ধীকরণের জন্য সাহায্য করতে পরামর্শ দিয়েছেন।