প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের বারাণসী থেকে বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বারাণসী থেকে বিজেপি কর্যকর্তাদের সঙ্গে একটি অডিও কথোপকথনে, প্রধানমন্ত্রী মোদী উন্নয়নের প্রতি বিজেপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কর্যকর্তাদের সঙ্গে আলাপচারিতার সময়, তিনি কাশী বিশ্বনাথ করিডর পুনরুদ্ধার, মহিলাদের ক্ষমতায়ন, পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ইত্যাদি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
একজন কর্যকর্তার সঙ্গে আলাপচারিতায়, প্রধানমন্ত্রী মোদী তাঁকে কৃষকদের কাছে সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, "তাঁদের কৃষকদের রাসায়নিক মুক্ত সার ব্যবহার সম্পর্কে সচেতন করা উচিত"। এছাড়া, প্রধানমন্ত্রী মোদী বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের কথা বলেছেন, যার ফলে কাশীর জনগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।
প্রধানমন্ত্রী মোদী কমল পুষ্প সেকশনে অবদান রাখার অনুরোধ করেছেন, তাঁর অ্যাপে দলের সদস্যদের অনুপ্রেরণাদায়ক কাহিনী রয়েছে। "নমো অ্যাপের একটি খুব আকর্ষণীয় সেকশন রয়েছে যা 'কমল পুষ্প' নামে পরিচিত যা আপনাকে অনুপ্রেরণামূলক দলীয় কর্মীদের সম্পর্কে জানার এবং শেয়ার করার সুযোগ দেয়", বলেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী বিজেপির বিশেষ মাইক্রো ডোনেশন প্রচারাভিযানের কথা বলেছেন, এবং সদস্যদের ও অন্যান্যদের কাছ থেকে ক্ষুদ্র অবদানের মাধ্যমে তহবিল সংগ্রহের চেষ্টা করছেন।