প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ার ওএনজিসি ইনস্টিটিউটে সুসংহত সি সারভাইভাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছেন। সমুদ্র পরিসরে বিপদে পড়লে পরিত্রাণের উপায় সম্পর্কে একটি ভাষ্য এবং প্রদর্শনেরও সাক্ষী থাকেন তিনি।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“গোয়ায় ওএনজিসি-র সি সারভাইভাল সেন্টারকে জাতির উদ্দেশে উৎসর্গ করতে পেরে আনন্দিত। এই অত্যাধুনিক কেন্দ্রটি সমুদ্র পরিসরে বিপদ মোকাবিলার ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার কঠোর প্রশিক্ষণ পেলে প্রাণ বাঁচবে বহু মানুষের।”
Delighted to dedicate to the nation the Sea Survival Centre of @ONGC_ in Goa. This state-of-the-art Centre is a watershed moment for India in making a mark in the sea survival training ecosystem. Offering rigorous and intense emergency response training, it will ensure many… pic.twitter.com/VNCZKhurvV
— Narendra Modi (@narendramodi) February 6, 2024
প্রধানমন্ত্রী একটি ভিডিও শেয়ার করেন – যেখানে এই ধরনের আধুনিক কেন্দ্রের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সওয়ান্ত এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম, তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি প্রমুখ।
Here is why we needed a modern Sea Survival Centre and how it will be very beneficial for our nation. pic.twitter.com/zEeac30x48
— Narendra Modi (@narendramodi) February 6, 2024
ওএনজিসি সি সারভাইভাল সেন্ট্রার
সমুদ্র পরিসরে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার প্রশ্নে ভারতের পরিমন্ডলকে বিশ্বমানের করে তোলা এই কেন্দ্রের লক্ষ্য। এখানে প্রতি বছর ১০,০০০ – ১৫,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরিত্রাণের বিষয়ে কর্মীরা প্রশিক্ষিত হলে বিপর্যয় এড়ানো অনেক সহজ হয়ে উঠবে।