“সময়ের সঙ্গে সঙ্গে ইন্দোর পরিবর্তিত হয়েছে, কিন্তু কখনই দেবী অহল্যাবাঈয়ের অনুপ্রেরণা হারায়নি। আজ ইন্দোরের নাম উচ্চারিত হয় আর তখন যে কথাটি প্রথম মনে পড়ে, সেটি হল পরিচ্ছন্নতা”
“গোরব-ধন থেকে স্বচ্ছ জ্বালানি এবং সেখান থেকে একটি সুশৃঙ্খল জীবনযাপন সুনিশ্চিত করে তুলবে”
“আগামী ২ বছরের মধ্যে ৭৫টি বড় পুরসভায় গোবর-ধন জৈব সিএনজি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে”
“সরকার দ্রুততার সঙ্গে যে কোনো সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টা করছে”
“২০১৪ সাল থেকে দেশে আবর্জনা নিষ্কাশনের ক্ষমতা ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশকে ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ থেকে মুক্তি প্রদানের জন্য ১,৬০০-রও বেশি স্থানীয় প্রশাসনের এলাকায় ‘ম্যাটেরিয়াল রিকভারি ফেসিলিটি’ও গড়ে তোলা হচ্ছে”
“ভারতীয় শহরগুলিতে সরকার এই ধরণের প্রয়াস চালিয়ে যাচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে”
“আমাদের লক্ষ লক্ষ সাফাই কর্মচারীদের ওপর অটুট ভরসা রেখে আমরা এগিয়ে চলেছি”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্দোরে ‘গোবর-ধন (জৈব-সিএনজি) কেন্দ্র’ –এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুভাই সি প্যালেট, মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী রানী অহল্যাবাঈকে শ্রদ্ধা জানান। ইন্দোর শহরের সঙ্গে তাঁর যোগসূত্রের কথাও স্মরণ করেন। তিনি বলেন, ইন্দোরের কথা বলতে গেলে দেবী অহল্যাবাঈ হোলকার-এর সেবার কথা উঠে আসে। সময়ের সঙ্গে সঙ্গে ইন্দোর পরিবর্তিত হয়েছে, কিন্তু কখনই দেবী অহল্যাবাঈয়ের অনুপ্রেরণা হারায়নি। শ্রী মোদী কাশী বিশ্বনাথ ধামে দেবী অহল্যাবাঈয়ের সুন্দর মূর্তির কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী গোবর-ধন কেন্দ্রের গুরুত্বের উপর জোর দিয়ে জানান, শহরের গৃহস্থের বর্জ্য ও গবাদি পশু এবং খামারের বর্জ্য থেকে জৈব সার তৈরি হবে। তিনি জানান, গোরব-ধন থেকে স্বচ্ছ জ্বালানি এবং সেখান থেকে একটি সুশৃঙ্খল জীবনযাপন সুনিশ্চিত করে তুলবে। আগামী ২ বছরের মধ্যে ৭৫টি বড় পুরসভায় গোবর-ধন জৈব সিএনজি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, এই প্রচারাভিযান দেশের শহরকে পরিচ্ছন্ন, দূষণ মুক্ত ও স্বচ্ছ শক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, শুধু শহরেই নয়, গ্রামেও গোবর-ধন কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে। এতে কৃষকদের বাড়তি আয় হচ্ছে। এই উদ্যোগ গ্রহণের ফলে গবাদি পশুপালনে সমস্যা মোকাবিলায় বিশেষ সাহায্য মিলেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত ৭ বছরে সরকার দ্রুততার সঙ্গে যে কোনো সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টা করছে। তিনি বলেন, স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ে, সরকার লক্ষ লক্ষ টন আবর্জনা পরিষ্কারের কাজ করছে। তিনি বলেন, এই আবর্জনা থেকেই বায়ু ও জল দূষণ ঘটছে। যার থেকে নানান রোগ দেখা দিচ্ছে। স্বচ্ছ ভারত অভিযান মহিলাদের মর্যাদা বৃদ্ধি এবং শহর ও গ্রামের সৌন্দর্যায়নের পথ প্রশস্ত করেছে। আগামী ২-৩ বছরের মধ্যে এই আবর্জনার পাহাড়কে দূরে সরিয়ে রেখে গ্রিন জোনে রূপান্তর করা হবে বলেও তিনি জানান। ২০১৪ সাল থেকে দেশে আবর্জনা নিষ্কাশনের ক্ষমতা ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। শ্রী মোদী বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে মুক্তি পেতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী স্বচ্ছতা এবং পর্যটনের মধ্যে যোগসূত্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বচ্ছতা পর্যটনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং একটি নতুন অর্থনীতির জন্ম দেয়। এই সংযোগের উদাহরণ হিসেবে তিনি পরিচ্ছন্ন শহর হিসেবে ইন্দোরের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “ভারতীয় শহরগুলিতে সরকার এই ধরণের প্রয়াস চালিয়ে যাচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে”।

প্রধানমন্ত্রী পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণ বৃদ্ধির কথা উল্লেখ করেন। তিনি বলেন, গত ৭-৮ বছরে এই মিশ্রণের হার ১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৮ শতাংশ হয়েছে। এই সময়ের মধ্যে ইথানলের সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, গত কয়েক বছরে এই ইথানল সরবরাহ ৪০ কোটি লিটার থেকে বেড়ে ৩০০ কোটি লিটারে পৌঁছেছে। এতে চিনিকল ও কৃষকদের সাহায্যে মিলেছে।

বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে খড় বা ফসলের অবশিষ্টাংশ ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “এটি কৃষকদের সমস্যা দূর করতে সাহায্য করবে এবং কৃষি-বর্জ্য থেকে কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ করে দেবে”।

প্রধানমন্ত্রী এদিন স্বচ্ছতার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলা দেশের লক্ষ লক্ষ সাফাই কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহামারী চলাকালীন তাদের সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। কুম্ভের সময় প্রয়াগরাজে পা ধুয়ে সাফাই কর্মীদের প্রতি যে সম্মান দেখিয়ে ছিলেন সে কথাও উল্লেখ করেন তিনি।

প্রেক্ষাপট :

সম্প্রতি প্রধানমন্ত্রী ‘আবর্জনামুক্ত শহর’ তৈরির সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বচ্ছ ভারত মিশন শহরাঞ্চল ২.০ –এর সূচনা করেছেন। মিশনটি ‘বর্জ্য থেকে সম্পদ’ এবং সর্বাধিক সম্পদ পুনরুদ্ধারে ‘বৃত্তাকার অর্থনীতি’র প্রধান নীতির আওতায় বাস্তবায়িত হয়েছে। এই দুটি বিষয়ের উদাহরণ হল ইন্দোরের এই জৈব সিএনজি কেন্দ্র।

এই কেন্দ্রের প্রতিদিন ৫৫০ টন ভেজা জৈব বর্জ্য শোধন করার ক্ষমতা রয়েছে। প্রতিদিন প্রায় ১৭ হাজার কেজি সিএনজি এবং দৈনিক ১০০ টন জৈব সার উৎপাদন করা যাবে এই কেন্দ্র থেকে। এই কেন্দ্রটি শূন্য ল্যান্ডফিল মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস, জৈব সার তৈরির মতো একাধিক সুবিধে রয়েছে এই কেন্দ্রে।

ইন্দোর ক্লিন এনার্জি প্রাইভেট লিমিটেড, এই প্রকল্প বাস্তবায়নে একটি বিশেষ উদ্দেশ্যমূলক যান তৈরি করেছে। ইন্দোর পুরনিগম এবং ইন্দোর এনভাইরো ইন্টিগ্রেটেড সলিউশন লিমিটেড সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় এই প্রকল্প বাস্তবায়নে দেড়শো কোটি টাকা মূলধন বিনিয়োগ করেছে। ইন্দোর পুরনিগম এই কেন্দ্রে উৎপাদিত ন্যূনতম ৫০ শতাংশ সিএনজি কিনে নেবে। এই সিএনজি-র মাধ্যমে ২৫০টি শহর কেন্দ্রিক বাস চালানো হবে। বাকি পরিমাণ সিএনজি খোলা বাজারে বিক্রি করা হবে। এই কেন্দ্রে তৈরি জৈব সার কৃষি ও উদ্যান পালনের জন্য ব্যবহৃত হবে।

 

Click here to read PM's speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi