সরকারি ব্যবস্থাপনার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি করা সকল সরকারি কর্মচারীদের দায়িত্ব: প্রধানমন্ত্রী
প্রশিক্ষণের মাধ্যমে সম্পূর্ণ সরকারি দৃষ্টিভঙ্গী তৈরি করা উচিত এবং কর্মকর্তাদের দক্ষ করে তুলতে সব রকম প্রয়াস চালাতে হবে: প্রধানমন্ত্রী
পূর্বে যেখানে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে বদলিকে শাস্তিমূলক বদলি হিসেবে দেখা হত, এখন তা পরিবর্তিত হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী সরকারি কাজে অভিজ্ঞ ব্যক্তি খুঁজে বের করার জন্য কর্মকর্তাদের নিয়মের বেড়াজাল কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন
প্রধানমন্ত্রী মোদী দিনভর আলোচনার জন্য এই কনক্লেভে সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান এবং তাঁদের পরামর্শ দেন যে, তাঁরা এমন কার্যকরী বিষয় নিয়ে আসবেন যা দেশে প্রশিক্ষণ পরিকাঠামো উন্নত করতে সাহায্য করবে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় প্রশিক্ষণ কনক্লেভের উদ্বোধন করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ ছিল সমৃদ্ধশালী রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা থেকে উদ্ভুত ঘটনার বিশ্লেষণ। ভাষণে তিনি সরকারি কাজের সেবার দিক, সাধারণ মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়ন, নিয়মের বেড়াজাল ভাঙা, প্রতিষ্ঠানে প্রত্যেক ব্যক্তির অভিজ্ঞতাকে কাজে লাগানো, জনভাগিদারি গুরুত্ব, নতুন উদ্যমের মতো দিকগুলির গুরুত্বের ওপর জোর দেন। তিনি আরও বলেন যে প্রশিক্ষণ মডিউলগুলি এমনভাবে তৈরি ও বিকাশ সাধন করা উচিত যাতে এই দিকগুলি সরকারি কর্মকর্তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়।

পূর্বে মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানান, সরকারে কখনই মেধাবী, একনিষ্ঠভাবে কাজ এবং প্রতিশ্রুতিবদ্ধ আধিকারিকের অভাব নেই। তিনি বলেন, সেনাবাহিনীর প্রতিষ্ঠান যেমন জনসাধারণের চোখে অনবদ্য বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে, তেমনই সরকারি ব্যবস্থাপনার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি করা সকল সরকারি কর্মচারীদের দায়িত্ব।

প্রধানমন্ত্রী জানান, প্রশিক্ষণের মাধ্যমে সম্পূর্ণ সরকারি দৃষ্টিভঙ্গী তৈরি করা উচিত। তিনি বলেন, কর্মকর্তাদের দক্ষ করে তুলতে সব রকম প্রয়াস চালাতে হবে। তিনি আরও বলেন, পূর্বে যেখানে প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে বদলিকে শাস্তিমূলক বদলি হিসেবে দেখা হত, এখন তা পরিবর্তিত হচ্ছে। তিনি জানান, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি। কারণ সেখানে তারা বহু দশক ধরে সরকারে কর্মরত কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।

প্রধানমন্ত্রী সরকারি কাজে অভিজ্ঞ ব্যক্তি খুঁজে বের করার জন্য কর্মকর্তাদের নিয়মের বেড়াজাল কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি সরকারি কর্মচারীর মধ্যে জনভাগিদারির গুরুত্ব আরোপ করা উচিত। স্বচ্ছ ভারত মিশন, উচ্চাকাঙ্খী জেলা কর্মসূচী, অমৃত সরোবর এবং বিশ্বে ডিজিটাল লেনদেনে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের কৃতিত্ব অর্জনে জন ভাগিদারি গুরুত্বের ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি স্তরে ও প্রত্যেকের জন্য প্রশিক্ষণ প্রয়োজন। এজন্যই  iGOT  কর্মযোগী প্ল্যাটফর্ম নিয়ে আসা হয়েছে, কারণ এখানে প্রত্যেকের প্রশিক্ষণের সুযোগ রয়েছে। iGOT  কর্মযোগীতে নথিভুক্তিকরণের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যাওয়ার অর্থ এই ব্যবস্থাপনার প্রতি আস্থা রয়েছে। তিনি আরও জানান, কর্মযোগী মিশন সরকারি কর্মীদের আরও পেশাদারী মনোভাব ও দৃষ্টিভঙ্গী গড়ে তুলতে সাহায্য করেছে।

শ্রী মোদী দিনভর আলোচনার জন্য এই কনক্লেভে সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান এবং তাঁদের পরামর্শ দেন যে, তাঁরা এমন কার্যকরী বিষয় নিয়ে আসবেন যা দেশে প্রশিক্ষণ পরিকাঠামো উন্নত করতে সাহায্য করবে। মাঝে মাঝে এ ধরণের কনক্লেভ আয়োজনে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."