পারাদ্বীপ পরিশোধনাগারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মনো ইথিলিন গ্লাইকল প্রকল্পের সূচনা
পারাদ্বীপে ০.৬ এনএনটিপিএ এলপিজি আমদানি ব্যবস্থার সূচনা এবং পারাদ্বীপ ও হলদিয়ার মধ্যে ৩৪৪ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের সূচনা
আইআরইএল লিমিটেডের ওড়িশা স্যান্ডস কমপ্লেক্সে ৫ এমএলডি ক্ষমতাসম্পন্ন সমুদ্রজল পরিশোধন কারখানার সূচনা
একগুচ্ছ রেল প্রকল্পের সূচনা ও শিলান্যাস
জাতির উদ্দেশে উৎসর্গ একগুচ্ছ সড়ক প্রকল্প
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার চন্ডীখোলে ১৯,৬০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলি তেল ও প্রাকৃতিক গ্যাস, রেল, সড়ক, পরিবহণ ও পরমাণু শক্তির সঙ্গে জড়িত।
এই উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য তিনি ওড়িশার মানুষকে অভিনন্দন জানান।
এখানে প্রতিদিন প্রায় ৫০ লক্ষ লিটার নোনাজল পরিশোধন করে তা পানীয় জলে রূপান্তরিত করা হবে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার চন্ডীখোলে ১৯,৬০০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলি তেল ও প্রাকৃতিক গ্যাস, রেল, সড়ক, পরিবহণ ও পরমাণু শক্তির সঙ্গে জড়িত। 

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, প্রভু জগন্নাথ ও মা বিরজার আশীর্বাদে জাজপুর ও ওড়িশায় আজ উন্নয়নের এক নতুন ধারা প্রবাহিত হচ্ছে। শ্রী বিজু পট্টনায়েকের জন্মজয়ন্তীর উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশ ও ওড়িশার প্রতি তাঁর অতুলনীয় অবদানের কথা স্মরণ করেন। 

 

প্রধানমন্ত্রী আজ পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পরমাণুশক্তি, সড়ক, রেল ও যোগাযোগ ক্ষেত্রে প্রায় ২০,০০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। তিনি বলেন, এই প্রকল্পগুলির ফলে এই অঞ্চলে শিল্পের বিকাশ হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। এই উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য তিনি ওড়িশার মানুষকে অভিনন্দন জানান। 

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার একদিকে যেমন দেশের বর্তমান চাহিদাগুলি মেটানোর দিকে নজর রাখছে, তেমনি বিকশিত ভারতের সংকল্প রূপায়ণে উদ্যোগী হচ্ছে। জ্বালানি ক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলের সক্ষমতা বাড়াবার লক্ষ্যে সরকারের প্রয়াসের উল্লেখ করে তিনি বলেন, উর্জা গঙ্গা যোজনায় ৫টি বড় রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য বড় প্রকল্পগুলির কাজ চলছে। প্রধানমন্ত্রী ওড়িশার পারাদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত ৩৪৪ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের উদ্বোধন করেন। তিনি পারাদ্বীপ পরিশোধনাগারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মনো ইথিলিন গ্লাইকল প্রকল্প এবং পারাদ্বীপে ০.৬ এনএনটিপিএ এলপিজি আমদানি সুবিধারও সূচনা করেছেন। এগুলি পূর্ব ভারতে পলিয়েস্টার শিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। এর থেকে ভদ্রক ও পারাদ্বীপের টেক্সটাইল পার্কে কাঁচামালও সরবরাহ করা হবে। 

 

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠান, দেশের বদলে যাওয়া কর্মসংস্কৃতিক প্রতীক। আগের সরকার উন্নয়ন প্রকল্পগুলির কাজ শেষ করতে কখনই উদ্যোগী হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার যে প্রকল্পের শিলান্যাস করে, তার কাজ যথাসময়ে শেষ হয়। পারাদ্বীপের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানকার পরিশোধনাগার নিয়ে ২০০২ সাল থেকে কথা হচ্ছে। কিন্তু, বর্তমান সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে পর্যন্ত এখানকার কোনো কাজই শেষ হয়নি। গতকাল তিনি তেলেঙ্গানার সঙ্গারেড্ডিতে পারাদ্বীপ – হায়দ্রাবাদ পাইপলাইন এবং তিনদিন আগে হলদিয়া থেকে বারাউনি পর্যন্ত ৫০০ কিলোমিটার দীর্ঘ অপরিশোধিত তেলের পাইপলাইনের সূচনা করেছেন বলে প্রধানমন্ত্রী জানান। 

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার পূর্ব ভারতের বিপুল প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে ওড়িশার উন্নয়নে কাজে লাগাতে চাইছে। এই প্রসঙ্গে তিনি গঞ্জাম জেলার সমুদ্রজল পরিশোধন কারখানার উল্লেখ করেন। এখানে প্রতিদিন প্রায় ৫০ লক্ষ লিটার নোনাজল পরিশোধন করে তা পানীয় জলে রূপান্তরিত করা হবে। 

 

ওড়িশার প্রাকৃতিক সম্পদ যাতে রাজ্যের অর্থনৈতিক বিকাশে কাজে লাগানো যায়, সেজন্য প্রধানমন্ত্রী আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন। তিনি বলেন, গত ১০ বছরে ৩,০০০ কিলোমিটার জাতীয় সড়ক গড়ে তোলা হয়েছে। রেলের বাজেট বেড়েছে ১২ গুণ। রেল – জাতীয় সড়ক – বন্দর যোগাযোগ ব্যবস্থা যাতে গড়ে ওঠে সেজন্য জাজপুর, ভদ্রক, জগৎসিংপুর, ময়ুরভঞ্জ, খোরদা, গঞ্জাম, পুরী এবং কেন্দুঝাড়ে জাতীয় সড়কের সম্প্রসারণ ঘটানো হচ্ছে বলে তিনি জানান। নতুন আঙ্গুল সুকিন্দা রেললাইন কলিঙ্গনগর শিল্পাঞ্চলের উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। 

 

বক্তব্যের শেষে বিজু পট্টনায়েকের জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ওড়িশার মানুষকে আজকের উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য অভিনন্দন জানান। 

ওড়িশার রাজ্যপাল শ্রী রঘুবর দাস, মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়েক, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India produced record rice, wheat, maize in 2024-25, estimates Centre

Media Coverage

India produced record rice, wheat, maize in 2024-25, estimates Centre
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 10 মার্চ 2025
March 10, 2025

Appreciation for PM Modi’s Efforts in Strengthening Global Ties