প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জয়পুরে সাইপেত : ইন্সটিটিউট অফ পেট্রোকেমিকেলস্ টেকনোলজি উদ্বোধন করেছেন। তিনি রাজস্থানের বাঁশওয়াড়া, সিরোহি, হনুমানগড় ও দৌসা জেলায় ৪টি নতুন মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী রাজস্থানের এই ৪টি মেডিকেল কলেজ ও সাইপেত প্রতিষ্ঠানের জন্য রাজ্যের মানুষকে অভিনন্দন জানান। তিনি বলেন, ২০১৪ সালের পর রাজস্থানের জন্য ২৩টি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং ৭টি মেডিকেল কলেজ ইতিমধ্যেই চালু হয়ে গেছে।
অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় মহামারী বিশ্বের স্বাস্থ্য ক্ষেত্রে এক শিক্ষা দিয়ে গেছে। বিশ্বের সবকটি দেশই এই সঙ্কট মোকাবিলা করেছে। এই বিপর্যয়ে ভারত স্বনির্ভরতা ও শক্তি বৃদ্ধির সংকল্প গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, কৃষি কাজ রাজ্যের বিষয় হলেও গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দেশের স্বাস্থ্য ক্ষেত্রে ত্রুটিগুলি বুঝতে পেরেছিলেন। তাই, প্রধানমন্ত্রী হিসাবে সেই সমস্যা নিরসনে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। শ্রী মোদী বলেন, “আমরা দেশের স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য একটি জাতীয় দৃষ্টিভঙ্গী গ্রহণ করেছি এবং জাতীয় স্বাস্থ্য নীতির লক্ষ্যে কাজ করছি। স্বচ্ছ ভারত অভিযান থেকে আয়ুষ্মান ভারত এবং এখন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন – এই ধরনের প্রয়াসের অঙ্গ”। তিনি বলেন, রাজস্থানে প্রায় ৩.৫ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত যোজনার আওতায় বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়েছেন এবং এই রাজ্যে প্রায় ২ হাজার ৫০০ স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রে কাজ শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, মেডিকেল কলেজ বা সুপার স্পেশালিটি হাসপাতালগুলির কর্মকান্ড দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, “আজ আমরা সন্তোষ প্রকাশ করে বলতে পারি যে, ভারত এখন ২২টি এইমস্ – এর শক্তিশালী কর্মকান্ড গড়ে তোলার দিকে এগিয়ে চলেছে”।
প্রধানমন্ত্রী জানান, বিগত ৬-৭ বছরে ১৭০টিরও বেশি নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং ১০০টিরও বেশি নতুন মেডিকেল কলেজে দ্রুত কাজ শুরু হয়েছে। ২০১৪ সালে দেশে মেডেকেলে স্নাতক ও স্নাতকোত্তরে মোট আসন সংখ্যা ছিল ৮২ হাজার। আজ এই সংখ্যা বেড়ে ১ লক্ষ ৪০ হাজার হয়েছে। বিধি ও পরিচালন ব্যবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, জাতীয় মেডিকেল কমিশন গঠন করার সঙ্গে সঙ্গে অতীতের নানা সমস্যার সমাধান করা হয়েছে।
শ্রী মোদী বলেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত দক্ষ মানবসম্পদ কার্যকরি স্বাস্থ্য ক্ষেত্রের ওপর সরাসরি প্রভাব ফেলে। করোনাকালে এর গুরুত্ব অনুভব করা গেছে। কেন্দ্রীয় সরকার ‘বিনামূল্যে টিকাকরণ, সকলের জন্য টিকা’ প্রচারাভিযানে সাফল্য এরই প্রতিফলন। তিনি বলেন, আজ ভারতে ৮৮ কোটিরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, আজাদি কা অমৃত মহোৎসবের সময় উচ্চস্তরীয় দক্ষতা শুধু ভারতকেই শক্তিশালী করবে না, বরং আত্মনির্ভর ভারতের সংকল্প অর্জনে প্রধান ভূমিকা পালন করবে। পেট্রোকেমিকেল শিল্পের মতো দ্রুত ক্রমবর্ধমান শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ এখন প্রয়োজন। তিনি বলেন, নতুন এই ইন্সটিটিউট অফ পেট্রোকেমিকেল টেকনোলজি লক্ষ লক্ষ তরুণকে নতুন সম্ভাবনার সঙ্গে যুক্ত করবে। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি গুজরাটে পন্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এখন এই বিশ্ববিদ্যালয় এনার্জি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠান স্বচ্ছ শক্তি উদ্ভাবনের ক্ষেত্রে তরুণ সম্প্রদায়কে পথ দেখাবে।
প্রধানমন্ত্রী বারমেরে রাজস্থান তৈল শোধনাগার প্রকল্পের কথা উল্লেখ করে জানান যে, সেখানে ৭০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হয়েছে। এর ফলে, এই প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। রাজ্যে নগর গ্যাস বন্টন ব্যবস্থাপনা প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান যে, ২০১৪ সাল পর্যন্ত সেই রাজ্যে মাত্র একটি মাত্র শহরে নগর গ্যাস বন্টন ব্যবস্থাপনা ছিল। এখন ১৭টি জেলায় এই ব্যবস্থাপনা অনুমোদিত হয়েছে। আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় পাইপ বাহিত গ্যাস নেটওয়ার্ক গড়ে উঠবে। শৌচাগার, বিদ্যুৎ, গ্যাস সংযোগের মাধ্যমে জীবনযাত্রার মনোন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এখন রাজ্যে জল জীবন মিশনের মাধ্যমে ২১ লক্ষেরও বেশি পরিবারে পাইপবাহিত জল পৌঁছে দেওয়া গেছে। তিনি জানান যে, “রাজস্থানের উন্নয়ন দেশের উন্নয়নে গতি আনবে”। প্রধানমন্ত্রী বলেন, রাজস্থানে দরিদ্র পরিবারগুলির জন্য ১৩ লক্ষ পাকা বাড়ি নির্মাণ করা হবে।
100 साल की सबसे बड़ी महामारी ने दुनिया के हेल्थ सेक्टर को बहुत कुछ सिखाया है।
— PMO India (@PMOIndia) September 30, 2021
हर देश अपने-अपने तरीके से इस संकट से निपटने में जुटा है।
भारत ने इस आपदा में आत्मनिर्भरता का, अपने सामर्थ्य में बढ़ोतरी का संकल्प लिया है: PM @narendramodi
मुख्यमंत्री के रूप में देश के हेल्थ सेक्टर की जो कमियां मुझे अनुभव होती थी, बीते 6-7 सालों से उनको दूर करने की निरंतर कोशिश की जा रही है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 30, 2021
देश के स्वास्थ्य सेक्टर को ट्रांसफॉर्म करने के लिए हमने एक राष्ट्रीय अप्रोच, एक नई राष्ट्रीय स्वास्थ्य नीति पर काम किया।
— PMO India (@PMOIndia) September 30, 2021
स्वच्छ भारत अभियान से लेकर आयुष्मान भारत और अब आयुष्मान भारत डिजिटल मिशन तक, ऐसे अनेक प्रयास इसी का हिस्सा हैं: PM @narendramodi
चाहे एम्स हो, मेडिकल कॉलेज हो या फिर एम्स जैसे सुपर स्पेशियल्टी अस्पताल हों, इनका नेटवर्क देश के कोने-कोने तक तेज़ी से फैलाना बहुत ज़रूरी है।
— PMO India (@PMOIndia) September 30, 2021
आज हम संतोष के साथ कह सकते हैं कि 6 एम्स से आगे बढ़कर आज भारत 22 से ज्यादा एम्स के सशक्त नेटवर्क की तरफ बढ़ रहा है: PM @narendramodi
इन 6-7 सालों में 170 से अधिक नए मेडिकल कॉलेज तैयार हो चुके हैं और 100 से ज्यादा नए मेडिकल कॉलेज पर काम तेज़ी से चल रहा है।
— PMO India (@PMOIndia) September 30, 2021
साल 2014 में देश में मेडिकल की अंडर ग्रेजुएट और पोस्ट ग्रेजुएट की कुल सीटें 82 हजार के करीब थीं।
आज इनकी संख्या बढ़कर 1 लाख 40 हजार सीट तक पहुंच रही है: PM
केंद्र सरकार के सबको वैक्सीन-मुफ्त वैक्सीन अभियान की सफलता इसी का प्रतिबिंब है।
— PMO India (@PMOIndia) September 30, 2021
आज भारत में कोरोना वैक्सीन की 88 करोड़ से अधिक डोज लग चुकी है: PM @narendramodi
स्वास्थ्य सेवा से जुड़ी स्किल्ड मैनपावर का सीधा असर प्रभावी स्वास्थ्य सेवाओं पर होता है।
— PMO India (@PMOIndia) September 30, 2021
इसे हमने इस कोरोना काल में औऱ ज्यादा महसूस किया है: PM @narendramodi
आज़ादी के इस अमृतकाल में उच्च स्तर का कौशल, न सिर्फ भारत की ताकत बढ़ाएगा बल्कि आत्मनिर्भर भारत के संकल्प को सिद्ध करने में भी बड़ी भूमिका निभाएगा।
— PMO India (@PMOIndia) September 30, 2021
सबसे तेज़ी से विकसित हो रहे उद्योगों में से एक, पेट्रो-केमिकल इंडस्ट्री के लिए, स्किल्ड मैनपावर, आज की आवश्यकता है: PM @narendramodi