নতুন দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফরাসী রাষ্ট্রপতি শ্রী ইমানুয়েল ম্যাক্রোঁ-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ১৪ জুলাই ফরাসী জাতীয় দিবসে প্রধানমন্ত্রী প্যারিস সফর করেন। তাঁর সেই সফরের পর রাষ্ট্রপতি ম্যাক্রোঁ-র এটিই প্রথম ভারত সফর। এ বছর ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী উদযাপিত হচ্ছে।
জি২০ গোষ্ঠীর সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করায় রাষ্ট্রপতি ম্যাক্রোঁ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এই সময়কালে ফ্রান্স ভারতকে সহায়তা করায় শ্রী মোদী ফরাসী রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
উভয় নেতা “হরাইজন ২০৪৭” রোডম্যাপ, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় রোডম্যাপ সহ প্রধানমন্ত্রীর প্যারিস সফরকালে অন্য যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে সেগুলি ছাড়াও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করেছেন। তাঁরা প্রতিরক্ষা, মহাকাশ, শিল্প-বাণিজ্য এবং স্টার্টআপ ক্ষেত্রে সহযোগিতা, পারমাণবিক জ্বালানী, এসএমআর ও এএমআর প্রযুক্তির উন্নয়নে যৌথ অংশীদারিত্ব, ডিজিটাল জন পরিকাঠামো, অত্যাধুনিক প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানী, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, জাতীয় সংগ্রহশালার ক্ষেত্রে সহযোগিতা এবং দুটি দেশের মানুষের মধ্যে উন্নত যোগাযোগ গড়ে তোলা সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
দুই নেতা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা ঘটনাবলী আলোচনা করেছেন। আলোচনায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল স্থান পেয়েছে। তাঁরা বহুস্তরীয় ব্যবস্থাপনাগুলির সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন। ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের ঘোষণাকে স্বাগত জানিয়ে উভয় নেতা এটির বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন।
ভারতের সফল চন্দ্রযান-৩ মিশনের কারণে রাষ্ট্রপতি ম্যাক্রোঁ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এই প্রসঙ্গে তাঁরা মহাকাশ ক্ষেত্রে ভারত ও ফ্রান্সের ৬ দশকের সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন।
A very productive lunch meeting with President @EmmanuelMacron. We discussed a series of topics and look forward to ensuring India-France relations scale new heights of progress. pic.twitter.com/JDugC3995N
— Narendra Modi (@narendramodi) September 10, 2023
Un déjeuner de travail très productif avec le président @EmmanuelMacron. Nous avons discuté d'une série de sujets et nous nous réjouissons de faire en sorte que les relations entre l'Inde et la France atteignent de nouveaux sommets de progrès. pic.twitter.com/zXIP15ufpO
— Narendra Modi (@narendramodi) September 10, 2023