রেলমন্ত্রী ট্যুইট করে জানান, অবন্তিপোরা এবং কাকাপোরা-র মধ্যে রাতনিপোরা হল্টের জন্য দীর্ঘদিনের বকেয়া চাহিদা অবশেষে পূর্ণ করা গেছে। এই হল্টের ফলে এই এলাকায় যানবাহনের সুযোগ বাড়ায় গতিশীলতা বৃদ্ধি পাবে।
রেলমন্ত্রীর ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;
“অত্যন্ত ভালো খবর। এর ফলে জম্মু-কাশ্মীরের মধ্যে সংযোগ ব্যবস্থা আরও প্রসারিত হবে।”
Good news for deepening connectivity in Jammu and Kashmir. https://t.co/9Nnk22GoJi
— Narendra Modi (@narendramodi) May 11, 2023