ইসঞ্জীবনী অ্যাপে টেলি পরামর্শ ১০ কোটির নজীর স্পর্শ করায় সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্যের এক ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“১০,০০,০০,০০০ টেলি পরামর্শ এক অসাধারণ সাফল্য। যেসব চিকিৎসকরা প্রথম সারিতে থেকে ভারতে শক্তিশালী ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল গড়ে তোলার কাজে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাঁদের আমি সাধুবাদ জানাই।”
10,00,00,000 tele-consultations is a remarkable feat. I laud all those doctors who are at the forefront of building a strong digital health eco-system in India. https://t.co/jQaXERtLI9
— Narendra Modi (@narendramodi) February 17, 2023