প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হয়সালার পবিত্র মন্দিরগুলিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যমণ্ডিত স্থানের তালিকাভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন।
এক্স হ্যান্ডেলে ইউনেস্কোর একটি পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন:
“ভারতের জন্য আরও গর্বের মুহূর্ত!
হয়সালার পবিত্র মন্দিরগুলিকে বিশ্ব ঐতিহ্যমণ্ডিত স্থানের তালিকাভুক্ত করা হয়েছে। এই মন্দিরগুলির সৌন্দর্য ও সূক্ষ্ম কারুকাজ ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আমাদের পূর্বপুরুষদের অনন্যসাধারণ কারুশিল্পের পরিচায়ক।”
More pride for India!
— Narendra Modi (@narendramodi) September 18, 2023
The magnificent Sacred Ensembles of the Hoysalas have been inscribed on the @UNESCO World Heritage List. The timeless beauty and intricate details of the Hoysala temples are a testament to India's rich cultural heritage and the exceptional craftsmanship of… https://t.co/cOQ0pjGTjx