কর্ণাটকের হাম্পিতে জি-২০ সংস্কৃতি বিষয়ক কর্মীগোষ্ঠীর তৃতীয় বৈঠকে ১৭৫৫টি নিদর্শনের সঙ্গে ‘লাম্বানি শিল্পের বৃহত্তম প্রদর্শনের জন্য’ গিনেস বিশ্ব রেকর্ড গড়ার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি ট্যুইট শেয়ার করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেছেন :
“প্রশংসনীয় প্রয়াস, যা লাম্বানি শিল্প সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলবে এবং এর পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে নারীশক্তির অংশগ্রহণকে উৎসাহিত করবে।”
Commendable effort, which will popularise Lambani culture, art and craft as well as encourage Nari Shakti participation in cultural initiatives. https://t.co/ladDbRMZ3u
— Narendra Modi (@narendramodi) July 10, 2023
ಶ್ಲಾಘನೀಯವಾದ ಪ್ರಯತ್ನ, ಇದು ಲಂಬಾಣಿ ಕಲೆ ಮತ್ತು ಕರಕುಶಲತೆಯನ್ನು ಜನಪ್ರಿಯಗೊಳಿಸುತ್ತದೆ ಮತ್ತು ಸಾಂಸ್ಕೃತಿಕ ಉಪಕ್ರಮಗಳಲ್ಲಿ ನಾರಿ ಶಕ್ತಿಯ ಭಾಗವಹಿಸುವಿಕೆಯನ್ನು ಪ್ರೋತ್ಸಾಹಿಸುತ್ತದೆ. https://t.co/ladDbRMZ3u
— Narendra Modi (@narendramodi) July 10, 2023