প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষ্ণা গোদাবরী অববাহিকা (বঙ্গোপসাগর উপকূলে কেজি-ডিডাব্লুএন-৯৮/২ ব্লক)-য় অসুবিধাজনক গভীর জল থেকে প্রথম তৈল উৎপাদন শুরু হওয়ায় প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর এক্স হ্যান্ডলে পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :
“ভারতের শক্তি যাত্রায় এটি একটি স্মরণীয় পদক্ষেপ এবং আমাদের আত্মনির্ভর ভারতের লক্ষ্যে গতি আনবে। পাশাপাশি আমাদের অর্থনীতির পক্ষেও এতে অনেক উপকার হবে।”
This is a remarkable step in India’s energy journey and boosts our mission for an Aatmanirbhar Bharat. It will have several benefits for our economy as well. https://t.co/yaW7xozVQx
— Narendra Modi (@narendramodi) January 8, 2024