ভারতে গ্যাসের দামে আন্তর্জাতিক ক্ষেত্রের গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব যথাসম্ভব কমিয়ে আনতে ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর এক ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“গৃহস্থলির কাজে ব্যবহৃত গ্যাসের সংশোধিত দাম নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রেতাদের নানা উপকারসাধন করবে। এই ক্ষেত্রে এটা এক সদর্থক অগ্রগতিস্বরূপ।”
The Cabinet decision relating to revised domestic gas pricing has many benefits for the consumers. It is a positive development for the sector. https://t.co/CT1d0eLwra
— Narendra Modi (@narendramodi) April 7, 2023