নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার আয়ুর্বেদিক দিবস উপলক্ষে সমগ্র জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, আমাদের মহান সংস্কৃতিতে ভগবান ধনতেরাসের জন্ম জয়ন্তীর এই পবিত্র পার্বণটির উপলক্ষের সঙ্গে আয়ুর্বেদের উপযোগিতা ও অবদান বিজড়িত হয়ে আছে। শ্রী মোদী গভীর আস্থা প্রকাশ করে বলেন, সমগ্র মানবতার স্বাস্থ্যবান জীবনের জন্য ঔষধের এক সুপ্রাচীন ব্যবস্থা আয়ুর্বেদ কার্যকর ও ব্যবহার্য রূপে বহমান থাকবে।
শ্রী মোদী এক্স-এ একটি পোস্টে লিখেছেন:
“সমগ্র জাতিকে আয়ুর্বেদিক দিবসের অনেক অনেক শুভকামনা। আমাদের মহান সংস্কৃতিতে ভগবান ধনতেরাসের জন্ম জয়ন্তীর এই পবিত্র পার্বণটির উপলক্ষের সঙ্গে আয়ুর্বেদের উপযোগিতা ও অবদান বিজড়িত হয়ে আছে, যার মহত্ব আজ সমস্ত জগৎ মেনে নিচ্ছে। আমি বিশ্বাস করি, সমগ্র মানবতার আরোগ্যময় জীবনের জন্য ঔষধের এই সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ কার্যকর ও ব্যবহার্য রূপে নিরন্তর বহমান থাকবে।
समस्त देशवासियों को आयुर्वेद दिवस की बहुत-बहुत शुभकामनाएं। भगवान धन्वंतरि की जन्म-जयंती का यह पावन अवसर हमारी महान संस्कृति में आयुर्वेद की उपयोगिता और उसके योगदान से जुड़ा है, जिसके महत्त्व को आज पूरी दुनिया मान रही है। मुझे विश्वास है कि चिकित्सा की यह प्राचीन पद्धति पूरी…
— Narendra Modi (@narendramodi) October 29, 2024