পবিত্র ধনতেরাস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসব সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রতীক।
শ্রী মোদী ভগবান ধন্বন্তরীর আশীর্বাদ প্রার্থনা করে সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করেছেন যাতে উন্নত ভারত গড়ার সংকল্পের পথে নতুন শক্তি নিয়ে তাঁরা এগিয়ে যেতে পারেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন :
“সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির প্রতীক পবিত্র ধনতেরাস উপলক্ষ দেশে আমার পরিবারের সব সদস্যদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভগবান ধন্বন্তরীর কাছে আমার প্রার্থনা সবাই সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির অধিকারী হন যাতে উন্নত ভারত গড়ার সংকল্পের পথে তাঁরা নব শক্তি নিয়ে এগিয়ে যেতে পারেন। ”
देश के मेरे सभी परिवारजनों को आरोग्य एवं सुख-समृद्धि के प्रतीक पर्व धनतेरस की बहुत-बहुत बधाई। मेरी कामना है कि भगवान धन्वंतरि की कृपा से आप सभी सदैव स्वस्थ, संपन्न और प्रसन्न रहें, जिससे विकसित भारत के संकल्प को नई ऊर्जा मिलती रहे।
— Narendra Modi (@narendramodi) November 10, 2023