প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নির্মাণ এবং সৃজনশীল কাজকর্মে যুক্ত পরিশ্রমী কারিগর এবং শিল্পীদের কুর্নিশ জানিয়েছেন তিনি। তাঁদের অবদান বিকশিত এবং স্বনির্ভর ভারত গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ বলে শ্রী মোদী মনে করেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;
“বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা। নির্মাণ এবং সৃজনশীল কাজকর্মে যুক্ত পরিশ্রমী কারিগর এবং শিল্পীদের কুর্নিশ জানাই। তাঁদের অবদান বিকশিত এবং স্বনির্ভর ভারত গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।”
सभी देशवासियों को भगवान विश्वकर्मा जयंती की अनेकानेक शुभकामनाएं। इस अवसर पर निर्माण और सृजन से जुड़े अपने सभी हुनरमंद एवं परिश्रमी साथियों को मेरा विशेष नमन। मुझे विश्वास है कि विकसित और आत्मनिर्भर भारत के संकल्प की सिद्धि में आपका अप्रतिम योगदान रहने वाला है। pic.twitter.com/GCAASb2zpy
— Narendra Modi (@narendramodi) September 17, 2024