নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিজোরামের জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী মিজোরামের প্রগতি, শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে প্রার্থনা করেছেন।
এক এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;
“মিজোরামের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছা। ভারত মিজোরামের অপূর্ব সাংস্কৃতিক কলাশিল্প ও কারুকাজ, তার সমৃদ্ধ সৌন্দর্য এবং তার জনগণের উষ্ণ হৃদয় ভরা উদ্দীপনার জন্য অত্যন্ত গর্বিত। মিজো সংস্কৃতি খুবই অনুপ্রেরণা দায়ক, ঐতিহ্য ও সংহতির এক মূর্ত সংমিশ্রণ। মিজেরামের প্রগতি, শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকার জন্য প্রার্থনা করছি। ”
Statehood Day wishes to the people of Mizoram. India is very proud of Mizoram's unique cultural tapestry, its rich beauty and the warm-hearted spirit of its people. The Mizo culture is very inspiring, embodying a blend of tradition and harmony. Praying for the continuous…
— Narendra Modi (@narendramodi) February 20, 2024