প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন;
“হিমাচল প্রদেশে বসবাসকারী আমার পরিবার পরিজনেরা প্রকৃতি ও কলা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তাঁদের সাহস ও শৌর্যের জন্যও পরিচিত। নিজেদের গৌরবময় ঐতিহ্য সংরক্ষণের জন্য তাঁরা সর্বদাই নিজেদের সমর্পণ করে রাখেন। হিমাচল প্রদেশের পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পাওয়ার এই দিনে সেখানে বসবাসকারী সকলকে আমার তরফ থেকে জানাই অনেক শুভকামনা।”
हिमाचल प्रदेश के मेरे परिवारजन प्रकृति और कला-संस्कृति से लगाव के साथ-साथ अपने साहस और शौर्य के लिए जाने जाते हैं। अपनी गौरवशाली विरासत के संरक्षण के लिए भी वे सदैव समर्पित रहे हैं। राज्य के पूर्ण राज्यत्व दिवस पर उन्हें मेरी ओर से ढेर सारी शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) January 25, 2024