প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রী মোদী প্রার্থনা করেছেন, এই উৎসব সকলের জীবনে বন্ধুত্ব ও সম্প্রীতির অনুভূতিতে আরও নিবিড় করে তুলুক।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “আমার পরিবারের সকল সদস্যকে রাখি বন্ধনের শুভেচ্ছা। বোন ও ভাইয়ের মধ্যে অটুট আস্থা এবং অপরিসীম ভালোবাসার রাখি বন্ধনের এই উৎসব আমাদের সংস্কৃতির এক প্রতিফলন। এই উৎসব সকলের জীবনে স্নেহ, সৌহার্দ্য ও সম্প্রীতির অনুভূতিতে আরও নিবিড় করে তুলুক, সেই প্রার্থনা করি।”
मेरे सभी परिवारजनों को रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं। बहन और भाई के बीच अटूट विश्वास और अगाध प्रेम को समर्पित रक्षाबंधन का ये पावन पर्व, हमारी संस्कृति का पवित्र प्रतिबिंब है। मेरी कामना है, यह पर्व हर किसी के जीवन में स्नेह, सद्भाव और सौहार्द की भावना को और प्रगाढ़ करे।
— Narendra Modi (@narendramodi) August 30, 2023