প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে আজ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
শ্রী মোদী বলেছেন, শ্রদ্ধা ও ভক্তির এই পবিত্র দিনটি মানুষের জীবনে নতুন আনন্দ এবং শক্তি নিয়ে আসবে।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। শ্রদ্ধা আর ভক্তির এই উৎসবে আমার পরিবার-পরিজনদের সবার জীবনে নতুন শক্তি এবং নতুন উৎসাহের সঞ্চার করুক, এই কামনা করি। জয় শ্রীকৃষ্ণ!”
जन्माष्टमी की बहुत-बहुत बधाई। श्रद्धा और भक्ति का यह पावन अवसर मेरे सभी परिवारजनों के जीवन में नई ऊर्जा और नए उत्साह का संचार करे, यही कामना है। जय श्रीकृष्ण!
— Narendra Modi (@narendramodi) September 7, 2023