নাগপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগপুর এবং বিলাসপুরের মধ্যে সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন।
প্রধানমন্ত্রী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কোচগুলি ঘুরে দেখেন এবং ট্রেনে যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে তা খতিয়ে দেখেন। বন্দে ভারত এক্সপ্রেসের লোকোমোটিভ ইঞ্জিনের কন্ট্রোল সেন্টার প্রধানমন্ত্রী ঘুরে দেখেন এবং নাগপুর ও আজনি রেলওয়ে স্টেশনের উন্নয়নমূলক পরিকল্পনাগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এই ট্রেন চালু হওয়ার ফলে নাগপুর থেকে বিলাসপুরের যাত্রার সময়কাল সাত-আট ঘন্টা থেকে কমে এখন সাড়ে পাঁচ ঘন্টায় দাঁড়াবে।
প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেন –
“নাগপুর ও বিলাসপুরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলাম। এই ট্রেন চালু হওয়ার ফলে সংযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”
Flagged off the Vande Bharat Express between Nagpur and Bilaspur. Connectivity will be significantly enhanced by this train. pic.twitter.com/iqPZqXE4Mi
— Narendra Modi (@narendramodi) December 11, 2022
नागपूर-बिलासपूर वंदे भारत एक्स्प्रेसला हिरवा झेंडा दाखवला. या ट्रेनमुळे दळणवळणात लक्षणीय वाढ होईल. pic.twitter.com/KLWGbnQwPr
— Narendra Modi (@narendramodi) December 11, 2022