প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ভোপালের রানি কমলাপতি রেল স্টেশনে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন। এগুলি হল – ভোপাল (রানি কমলাপতি)–ইন্দোর বন্দে ভারত এক্সপ্রেস; ভোপাল (রানি কমলাপতি)–জব্বলপুর বন্দে ভারত এক্সপ্রেস; রাঁচি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস; ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস এবং গোয়া (মাদগাঁও)-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস। 

প্রধানমন্ত্রী রানি কমলাপতি-ইন্দোর বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম কামরাটি পরিদর্শন করেন। ট্রেনে থাকা শিশু এবং ট্রেনের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 

 

“আজ ভোপালে একসঙ্গে পাঁচটি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করার সৌভাগ্য হয়েছে। দেশজুড়ে পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নে আমাদের সরকার কতটা তৎপর, এ তারই প্রতিফলন।”

ইন্দোরের সাংসদ শ্রী শঙ্কর লালওয়ানি ভোপাল (রানি কমলাপতি)-ইন্দোর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী ছিলেন। তাঁর এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের মানুষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই ট্রেনের ফলে তীর্থযাত্রীদের পক্ষে উজ্জয়িনীতে যাওয়া আরও সুবিধাজনক হবে। 

 

জব্বলপুরের সাংসদ শ্রী রাকেশ সিং ভোপাল (রানি কমলাপতি)-জব্বলপুর বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় সন্তোষপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, এই ট্রেনের সুবাদে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং রাজ্যের সাংস্কৃতিক রাজধানী জব্বলপুরের মধ্যে যোগাযোগ আরও মসৃণ হবে। এর জেরে পর্যটনের প্রসার হবে, তীর্থযাত্রীরাও এর সুফল পাবেন।

রাঁচির সাংসদ শ্রী সঞ্জয় শেঠের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, রাঁচি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, খনিজ সম্পদ সমৃদ্ধ ঝাড়খণ্ড ও বিহারের প্রগতি ও বিকাশকে আরও গতি দেবে।

 

গোয়া (মাদগাঁও)-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্তের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন, “বন্দে ভারত ট্রেন আরও বেশি সংখ্যক পর্যটককে গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে উৎসাহিত করবে। এর জেরে কোঙ্কন উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।”

 

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যাত্রার সাক্ষী ছিলেন। শ্রী যোশীর করা এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেছেন, “ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস কর্ণাটক জুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। রাজ্যের বাণিজ্য ও পর্যটনের বিকাশেও সহায়ক হবে এই ট্রেন।”

 

Union Minister, Shri Pralhad Joshi and Karnataka Governor Shri Thavarchand Gehlot traveled the Dharwad - Bengaluru Vande Bharat Express. In reply to a tweet by Shri Joshi the Prime Minister tweeted

"The Dharwad-Bengaluru Vande Bharat Express will improve connectivity across Karnataka. It will also improve commerce and tourism in the state."

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Cabinet approves minimum support price for Copra for the 2025 season

Media Coverage

Cabinet approves minimum support price for Copra for the 2025 season
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 ডিসেম্বর 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi