প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ধর্মগুরু দলাই লামাকে তাঁর ৮৯-তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী দলাই লামার হাঁটুর শল্য চিকিৎসার জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি ধর্মগুরু দলাই লামার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করেছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন :
“ধর্মগুরু @DalaiLama - কে শুভেচ্ছা জানিয়েছি তাঁর ৮৯-তম জন্মদিন উপলক্ষ্যে। হাঁটুর শল্য চিকিৎসার পরে তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করি।”
Sent my greetings to His Holiness @DalaiLama on the occasion of his 89th birthday. Pray for his quick recovery after knee surgery, good health and long life.
— Narendra Modi (@narendramodi) July 6, 2024