আজ ছট পূজা। এই উপলক্ষে দেশের সকল নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই দিনটি সকলের জীবনে নতুন উদ্যম ও উৎসাহ নিয়ে আসুক এই প্রার্থনাও জানিয়েছেন তিনি।
এসম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন:
"আজ সন্ধ্যায় ছট মহোৎসব ও পূজা উপলক্ষে দেশের সকল পরিবার পরিজনদের জানাই আমার অশেষ শুভকামানা। সূর্যদেবের বন্দনা সকলের জীবনকে আলোকিত করে তুলুক এই প্রার্থনা জানাই। সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সঞ্চারের এটি হলো এক বিশেষ দিন। জয় ছটি মাইয়া।"
महापर्व छठ के संध्या अर्घ्य के पावन अवसर पर अपने सभी परिवारजनों को मेरी अनंत शुभकामनाएं। सूर्यदेव की वंदना हर किसी के जीवन में नई ऊर्जा और नए उत्साह का संचार करे। जय छठी मइया!
— Narendra Modi (@narendramodi) November 19, 2023