প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোভিড-১৯-এ সংক্রমিত প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি মিঃ বারাক ওবামার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি মিঃ ওবামার এক ট্যুইট বার্তার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন;
“@BarackObama আপনি দ্রুত কোভিড-১৯-এর সংক্রমণ থেকে আরোগ্য লাভ করুন এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য বজায় থাকুক ও কল্যাণ হোক, আমি সেই কামনা করি”।
My best wishes @BarackObama for your quick recovery from COVID-19, and for your family's good health and wellbeing. https://t.co/mCrUvXlsAp
— Narendra Modi (@narendramodi) March 14, 2022