প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্দোরের দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। শ্রী মোদী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেন ও সর্বশেষ পরিস্থিতি জানতে চান।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
“ইন্দোরের দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। মুখ্যমন্ত্রী @ChouhanShivrajজি-র সঙ্গে কথা বলে সর্বশেষ পরিস্থিতি জানতে পেরেছি। রাজ্য সরকার ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত ও তাঁদের পরিবার-পরিজনের প্রতি রইল আমার প্রার্থনা।”
Extremely pained by the mishap in Indore. Spoke to CM @ChouhanShivraj Ji and took an update on the situation. The State Government is spearheading rescue and relief work at a quick pace. My prayers with all those affected and their families.
— Narendra Modi (@narendramodi) March 30, 2023