প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কারু ও লোকশিল্পের জন্য শ্রীনগর শহর ইউনেস্কোর সৃজনশীল শহরের নেটওয়ার্কে ( ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক – ইউসিসিএন) অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“কারু ও লোকশিল্পের জন্য সুন্দর শ্রীনগর শহর @UNESCO সৃজনশীল শহরের নেটওয়ার্কে (ইউসিসিএন) অন্তর্ভুক্ত হওয়ায় আমি আনন্দিত। এটি শ্রীনগর শহরের প্রাণোচ্ছ্বল সাংস্কৃতিক বৈশিষ্ট্যের যথাযথ স্বীকৃতি। জম্মু ও কাশ্মীরের জনসাধারণকে অভিনন্দন জানাই।“
Delighted that beautiful Srinagar joins the @UNESCO Creative Cities Network (UCCN) with a special mention for its craft and folk art. It is a fitting recognition for the vibrant cultural ethos of Srinagar. Congratulations to the people of Jammu and Kashmir.
— Narendra Modi (@narendramodi) November 8, 2021