প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, মহারাষ্ট্রে নেরাল-মাথেরন টয় ট্রেন ফের চালু হওয়ায় জনগণ প্রাকৃতিক সৌন্দর্য্য আরো ভালো ভাবে উপভোগ করতে পারবেন। স্মরণীয় হবে তাঁদের সফর।
রেল মন্ত্রকের ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেন;
“প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে এই সফর আরো স্মরণীয় হয়ে উঠবে! স্থানীয় পর্যটনের জন্য ভালো খবর...”
Making this scenic journey even more memorable! Great news for local tourism… https://t.co/pHye7irkWr
— Narendra Modi (@narendramodi) October 26, 2022