প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০ মার্চ দেশের ইতিহাসে প্রথম জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষ (জেএনপিএ) ৬০ লক্ষ টিইইউ পণ্য পরিবহণের ক্ষমরা অর্জন করায় সন্তোষ প্রকাশ করেছেন।
জেএনপিএ – এর এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরের এটি এক উল্লেখযোগ্য সাফল্য”।
Noteworthy feat by one of India’s important ports. https://t.co/bbTufvf2z5
— Narendra Modi (@narendramodi) April 1, 2023