প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের কুল্লুতে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন পুরোদমে ত্রাণ ও উদ্ধারকার্যে যুক্ত রয়েছে।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “হিমাচল প্রদেশের কুল্লুতে অগ্নিকান্ডের ঘটনায় অত্যন্ত দুঃখিত। ঐতিহাসিক মালানা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি সমবেদনা জানাই। রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন পুরোদমে ত্রাণ ও উদ্ধার কাজে যুক্ত রয়েছে”।
हिमाचल प्रदेश के कुल्लू में हुआ अग्निकांड अत्यंत दुखद है। ऐतिहासिक मलाणा गांव में हुई इस त्रासदी के सभी पीड़ित परिवारों के प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। राज्य सरकार और स्थानीय प्रशासन राहत और बचाव के काम में पूरी तत्परता से जुटे हैं।
— Narendra Modi (@narendramodi) October 27, 2021