মায়ের নামে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আরও বেশি সংখ্যক মানুষ এই অভিযানে সামিল হলে আমাদের এই পৃথিবীকে আমরা আরও ভালো ভাবে বসবাসের উপযোগী করে তুলতে পারবো। 'মায়ের নামে একটি করে গাছ' অভিযানকে সফল করে তুলতে যাঁরা ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবের সমাজ মাধ্যমে এক বার্তার উত্তরে শ্রী মোদী বলেছেন :
"'এক পেড় মা কে নাম' অভিযানকে যাঁরা বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। মায়ের নামে একটি করে গাছের চারা রোপণে আরও বেশি সংখ্যক মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাই। এই উদ্যোগের মধ্য দিয়ে তাঁরা পৃথিবীকে স্থায়ী এবং আরও ভালো ভাবে বসবাসযোগ্য রূপে গড়ে তোলার কাজে সাহায্য করবেন।"
Gratitude to all those who have added momentum to #एक_पेड़_माँ_के_नाम. I urge more people to plant a tree in the honour of their Mother and contribute to a sustainable planet. https://t.co/HzbQJ2KNp0
— Narendra Modi (@narendramodi) November 16, 2024