জি-২০-তে ভারতের সভাপতিত্বে তাঁর সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁ-কে ধন্যবাদ জানান। ফরাসী রাষ্ট্রপতির এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন –
“ধন্যবাদ বন্ধু @EmmanuelMacron! সারা বিশ্বে মানবতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য যেহেতু আমরা কাজ করি, ভারতের জি-২০ সভাপতিত্বকালে আপনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে আলোচনার দিকে আমি তাকিয়ে রয়েছি।”
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-র ধন্যবাদজ্ঞাপক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী শ্রী মোদী ট্যুইট করে বলেন –
Thank you, my dear friend @EmmanuelMacron! I look forward to consulting you closely during India's G20 Presidency, as we work to focus the world's attention on the issues that affect humanity as a whole. https://t.co/nolvLwuYln
— Narendra Modi (@narendramodi) December 4, 2022
“আপনার সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নতিকল্পে জাপানের প্রভূত অবদান রয়েছে এবং আমি স্থির নিশ্চিত যে বিভিন্ন ক্ষেত্রে জাপানের সাফল্য থেকে বিশ্ব নিরন্তর শিক্ষা নেবে। @kishida230”
ভারতের জি-২০ সভাপতিত্ব নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর শুভেচ্ছার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর সদয় বার্তার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান এবং ট্যুইট করে বলেন –
Your solidarity is vital. Japan has contributed a lot to global well-being and I am confident the world will continue to learn from Japan’s successes on various fronts. @kishida230 https://t.co/xQtFgoQe5e
— Narendra Modi (@narendramodi) December 4, 2022
“মিঃ@sanchezcastejon, আপনার সদয় বার্তার জন্য কৃতজ্ঞতা জানাই। আগামী প্রজন্মকে উন্নত বিশ্ব উপহার দিতে বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলির নিরসনে যৌথভাবে কাজ করার আপনার মতামতকে পূর্ণ সমর্থন করি।”
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল-এর ধন্যবাদজ্ঞাপক বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান এবং ট্যুইট করে বলেন –
Gratitude for your kind works Mr. @sanchezcastejon. Fully endorse your views on collectively working to mitigate challenges of the present to leave a better planet for the coming generations. https://t.co/iSadfoJAJM
— Narendra Modi (@narendramodi) December 4, 2022
“ধন্যবাদ মিঃ @CharlesMichel। বিশ্বের অধিক উন্নতির স্বার্থে আমরা যেহেতু যৌথভাবে কাজ করি, তাই আপনার সক্রিয় অংশগ্রহণের দিকে তাকিয়ে রয়েছি।”
ভারতের জি-২০-র সভাপতিত্বে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
Thank you Mr. @CharlesMichel. Looking forward to your active participation as we collectively work towards furthering global good. https://t.co/xWxYc34eYG
— Narendra Modi (@narendramodi) December 4, 2022
মার্কিন রাষ্ট্রপতির ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন –
“ধন্যবাদ@POTUS। আপনার মূল্যবান সমর্থন জি-২০-তে ভারতের সভাপতিত্বের শক্তির অঙ্গ হয়ে উঠবে। উন্নত পৃথিবী গড়ে তুলতে আমাদের একযোগে কাজ করা গুরুত্বপূর্ণ।”
Thank you @POTUS. Your valued support will be a source of strength for India’s G-20 Presidency. It is important we all work together to build a better planet. https://t.co/FbGQ3WHCza
— Narendra Modi (@narendramodi) December 4, 2022