প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দমনে আজ নমো পথ ও দেবকা সমুদ্রতট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন, অনুষ্ঠান-স্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নির্মাণ শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং তাঁদের সঙ্গে ছবি তোলেন। তিনি নতুন ভারত সেলফি পয়েন্ট ঘুরে দেখেন।
৫.৪৫ কিলোমিটার দীর্ঘ দেবকা সমুদ্রতট-টির আনুমানিক ১৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। অবসর যাপন ও বিনোদনের হাব হিসাবে গড়ে তোলা এই সমুদ্রতট-টি এই অঞ্চলে আরও বেশি পর্যটক আকর্ষণে সক্ষম হবে। এর ফলে, স্থানীয় অর্থনীতি উজ্জীবিত হবে বলে আশা করা হচ্ছে। আধুনিক আলোকসজ্জা, পার্কিং – এর সুবিধা, বাগান, খাবার দোকান, বিনোদন কেন্দ্র ছাড়াও এখানে ভবিষ্যতে বিলাসবহুল তাবু তৈরির ব্যবস্থা থাকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ এবং লাক্ষাদ্বীপের প্রশাসক শ্রী প্রফুল প্যাটেল।