ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় উরসুলা ভন দ্যর লিয়েন-কে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐ বার্তায় শ্রী মোদী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার ইচ্ছা ও আগ্রহ প্রকাশ করেছেন।
সমাজ মাধ্যমে দেওয়া ঐ বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
"ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন @vonderleyen। বিশ্ব কল্যাণের স্বার্থে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করে তোলায় আমি আগ্রহী। আসুন, এজন্য আমরা একযোগে কাজ করে যাই।"
Congratulations, @vonderleyen, on your re-election as the President of the European Commission. Look forward to working together to strengthen the 🇮🇳-🇪🇺 Strategic Partnership for global good.
— Narendra Modi (@narendramodi) July 19, 2024