কেন্দ্রীয় ব্যাঙ্কের ২০২৩-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরবিআই গভর্নর শ্রী শক্তিকান্ত দাস বর্ষসেরা গভর্নর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
সিএনবিসি টিভি ১৮-এর খবরকে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“@RBI Governor শ্রী শক্তিকান্ত দাস’জি কেন্দ্রীয় ব্যাঙ্কের ২০২৩-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বর্ষসেরা গভর্নর নির্বাচিত হওয়া দেশের কাছে এক অসীম গর্বের বিষয়। তাঁকে আমার অভিনন্দন।”
It is a matter of immense pride for our country that the @RBI Governor, Shri Shaktikanta Das Ji has been conferred with the ‘Governor of the year’ Award in the Central Banking Awards 2023. Congratulations to him. https://t.co/J7L9wQWW2Q
— Narendra Modi (@narendramodi) March 16, 2023